আর ভোটে দাঁড়াতে চান না তৃণমূল বিধায়ক : সোশাল মিডিয়ায় পোষ্ট

4th March 2021 11:08 pm বাঁকুড়া
আর ভোটে দাঁড়াতে চান না তৃণমূল বিধায়ক : সোশাল মিডিয়ায় পোষ্ট


নিজস্ব সংবাদদাতা ( বাঁকুড়া ) : আগামীকাল তৃণমূল নেত্রী রাজ‍্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষনা করতে পারেন বলে খবর । তার কয়েক ঘন্টা আগেই আর ভোটে দাঁড়াতে চান না বলে ঘোষনা করলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তী । নিজের ফেসবুক পেজে যে কথা নিজেই ঘোষনা করেছেন বিধায়ক । সমীরবাবু লিখেছেন " আমি দলনেত্রীকে জানিয়েছি আমি দলের হয়ে প্রচার করবো প্রার্থী হতে চাই না " । যদিও ঘোষনার পরে সোশাল মিডিয়ায় তাঁর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন বহুজন । সুবক্তা , বিধানসভায় আপনার মত মানুষকে দরকার এধরনের একাধিক মন্তব‍্য রয়েছে । যদিও বিরূপ মন্তব‍্য ও রয়েছে একাধিক । যদি না ই দাঁড়াতে চান ভোটে এতদিন কেন বলেননি ? প্রার্থী ঘোষনার একদিন আগে কেন এই ঘোষনা তাহলে কি তালডাংরা আসনে হেরে যাওয়ার কোনো সম্ভাবনা রয়েছে তাও প্রশ্ন অনেকের মধ‍্যে ই ! যদিও কাল তালিকা প্রকাশিত হলেই বোঝা যাবে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।